করোনাভাইরাস ভ্যাকসিন আপডেট: টিকা কী, কীভাবে তৈরি হয়?

করোনাভাইরাস খুবই ছোঁয়াচে, খুব সহজে ছড়াতে পারে। তাই পৃথিবীর অধিকাংশ মানুষই এখনো এতে সংক্রমিত হবার ঝুঁকির মধ্যে আছে।
এত বিপুল সংখ্যক মানুষকে কোভিড-১৯ থেকে রক্ষা করার একটা উপায় হলো টিকা আবিষ্কার।
টিকা বা ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের দেহের ভেতরকার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শিখিয়ে দেয় - কীভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে।
কিন্তু এই টিকা তৈরি কতটা সহজ? কত দ্রুত করোনাভাইরাসের টিকা তৈরি হবে বলে আমরা আশা করতে পারি?গবেষকরা বলছেন কোভিড ১৯ ভাইরাসের টিকা মানবেদহে পরীক্ষা মূলক ভাবে প্রয়োগ করা হচ্ছে,এটা সফল হলে আগামী সেপ্টম্বর মাসে আসতে পারে ভ্যাকসিনটি.
Reactions

Post a Comment

0 Comments