মানুষ মানুষের জন্য তবে বাস্তব জীবনে চলমান জগৎ এর কিছু চিত্র মানবিকতা কে করছে বিপর্যয়.গভীর সমূদ্র পথে তাই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে তাদের বেচে থাকার একমাত্র অবলম্বন.সবুজের সমারোহে বাংলার রুপ মাধুর্য তাদের কাছে মায়ের কোলের মত.বর্তমান আর এক কঠিন মহামারী নাম তার করোনা,অজানা অদৃশ্য এক ভাইরাস মানবদেহের ফুসফুস কে করে দিচ্ছে বিকল.রোহিঙ্গা জন গোষ্টী এত কিছু পরওয়া না করে অজানা গভীর সমূদ্র পথে পাড়ী জমাচ্ছে.মায়ানমার থেকে অত্যচার আর জাতিগত বিভেদের স্বীকার হয়ে জীবনের ঝুকি নিয়ে আমার সুজলা সুফলা বাংলাদেশে তাদের আগমন.বর্তমান করোনা পরিস্থীতি নিয়ে আমার দেশ সন্তোষজনক ভাবে অসহায় হৃতদরিদ্র মানুষের জীবিকা নির্বাহের জন্য অনুদান প্রানোদনাসহ ,বাংলাদেশ সরকার যথেষ্ট প্রশংশার সাথে কাজ করে চলেছেন.ঘন বসতির দেশ বাংলা দেশ তবু শান্তীর নীড় অপরুপ মমতাময়ী আমার জন্মভূমি. রোহিঙ্গা জন গোষ্টীকে আমার দেশ ও বর্হিবিশ্বের সহায়তায় আবাসন ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা দেওয়া হয়েছে.এছাড়াও এত বিপুল পরিমান জনগোষ্টীকে আবাসন ও খাদ্য সহায়তা প্রদানে বিভিন্ন আত্ত্বসামাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসছেন.....চলমান