বর্তমান সময় অন লাইন বাজার মানুষের আগ্রহ বাড়ছে.তবে কিছু অসাধু প্রতিষ্ঠান মানুষ কে ফাদে ফেলে হাতিয়ে নিচ্ছে টাকা.আবার অনলাইন বাজার থেকে সুবিধা পাচ্ছে মানুষ.এরই ধারবাহিকতায় তরুনরা সমাজে ভাল উদ্যোক্তা হিসেবে গড়ে উটছে.লেখাপড়ার পাশাপাশি অনেক ছাত্র ছাত্রী অনলাইন পেশায় নিজদের সম্পৃক্ত করছে অবদান রাখছে দেশের অর্থনীতিতে.বর্তমান সময়ে একজন ভাল অনলাইন বাজার উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়াার গঠনের যে বিষয় জানা দরকার তার কিছুটা ধারনা দেওয়ার আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা.

অনলাইন প্লাটফর্ম তৈরী করাঃ
বন্ধুরা আমাদের জানতে হবে অনলাইন প্লাটফর্ম কি? অনলাইল প্লাটফর্ম হলো একটা ভার্চুয়াল বাজার যেখানে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি বুঝায়. এখন এই বিক্রেতা তার বাজার প্রস্তুত করার জন্য প্রথমে একটি নিজস্ব ওয়েব সাইট তৈরী করবে.কোন ডেফেলপারের মাধ্যমে ওয়েব সাইট তৈরী করার পর বিক্রতা যে সমস্ত জিনিষ বিক্রি করতে চায় তার ডাটাবেজ সন্নিবেশ করবে.ক্রেতাগন তাদের পছন্দ অনুযায়ী জিনিষ ওডার করবে.এখন ক্রেতার ওই মালামাল বাসায় পৌছে দেওয়া বিক্রেতা নিজে নিতে পারেন অথবা ক্রেতা নিজে ও নিতে পারেন.
টাকা পয়সা দেওয়া নেওয়া ক্যাশ অন ডেলিভারী অথবা অগ্রীম সে ও নির্ভর করবে ক্রেতা কর্তৃক তার নিয়ম অনুযায়ী.